Jetpack
Home
Login
Signup
Forum
RaihanHello Friends Welcome
Home » educational tips » ১৪ বছরের এক শিশু বছরে বিডিও গেম খেলে১ঃ৫০ কোটি টাকা আয়
Name : evan
2019ago
661 Views
Hello Friends সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে Helpbd তে ভিজিট করেনা ।তাই আপনাকে helpBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই helpbd এর সাথেই থাকুন । ভিডিয়ো গেম খেলে বছরে ১.৪ কোটি টাকা আয় করে ১৪ বছরের এক কিশোয় তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১২ লক্ষেরও বেশি আর মোট ভিউ এর সংখ্যা ৭ কোটি ১০ লক্ষ ছাড়িয়েছে! ইদানীং বাড়ির কিশোর কিশোরীদের ভিডিয়ো গেমের প্রতি আশক্তি এতটাই বেড়ে গিয়েছে যে, তা অভিভাবকদের কাছে রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দিনে-দুপুরে, রাতে— যখনই সুযোগ পাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে ভিডিয়ো গেম। নিজের মোবাইল থাকলে তো কথাই নেই, না থাকলে বাড়ির কারও স্মার্টফোন নাগালের কাছে পেলেই শুরু হয়ে যাচ্ছে ভিডিয়ো গেম ! পড়াশুনার চাপে মাঠমুখী হওয়ার সুযোগ না পাওয়া সারাক্ষণ স্মার্টফোনে মুখ গুঁজে পড়েa রয়েছে ভিডিয়ো গেমের টানে। এমনই এক বছর চোদ্দর কিশোরের শুধু ভিডিয়ো গেম থেকেই আয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা ! বিশ্বাস হচ্ছে না? এমনটাই বলা হয়েছে ‘ওয়াশিংটন পোস্ট’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে। ‘ওয়াশিংটন পোস্ট’-এ প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, কিশোরের নাম গ্রিফিন স্পাইকোস্কি। জানা গিয়েছে, ১৪ বছর বয়সী এই মার্কিন কিশোর দিনে প্রায় ১৮ ঘণ্টা সময় অনলাইন ভিডিয়ো গেমে ব্যায় করে। এ ছাড়াও, অনলাইন গেমের ভিডিয়ো করে নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত পোস্ট করে সে। গ্রিফিনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১২ লক্ষেরও (১.২ মিলিয়ন) বেশি আর মোট ভিউ-এর সংখ্যা ৭ কোটি ১০ লক্ষেরও (৭১ মিলিয়ন) বেশি। নিজের ইউটিউব চ্যানেল আর অনলাইন গেমের পুরস্কার মূল্য মিলিয়ে ২০১৮ সালে গ্রিফিনের মোট আয় ২ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মূদ্রায় যা প্রায় ১ কোটি ৪০ লক্ষ কাটার সমান)। সম্প্রতি ইউটিউবে একটি সাক্ষাত্কারে গ্রিফিনের মা ক্যাথলিন কনলি জানান, ছেলের এই সাফল্য তাঁকে অবাক করে দিয়েছে। তিনি বুঝে গিয়েছেন, অনলাইন গেমের দুনিয়ায় গ্রিফিন আরও উন্নতি করবে। জানা গিয়েছে, গ্রিফিনের এই বিপুল অর্থ উপার্জনের চাপে সম্প্রতি একজন আর্থিক উপদেষ্টা নিয়োগ করতে হয়েছে। গ্রিফিনের মতো অনেকেই অর্থ উপার্জনের বিকল্প পথ হিসাবে বেছে নিয়েছেন বিভিন্ন অনলাইন গেমিং প্লাটফর্ম। তবে অনলাইন গেমের প্রতি লক্ষ্যহীন অংশগ্রহণ, মাত্রাতিরিক্ত আশক্তি আমাদের চিন্তাশক্তি নষ্ট করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অসংখ্য মনরোগ বিশেষজ্ঞ, চিকিত্সক। পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ
fb
Share Now
Direct Tune Link
Tune Comment
no comment
New Comment
Name:
Comment:

Smilies List
Related Tune
Main Menu